Pages

সদ্য স্বাধীন স্বদেশের মাটিতে পা রেখে কিংবদন্তীর এই মহানায়ক শিশুর মতো আবেগে কেদে উঠেন ! ! !

লক্ষ জনতার বিশাল সমাবেধে ভাষণ দিতে গিয়ে বঙ্গবন্ধু সেদিন বারে বারে হৃদয়ের রুদ্ধ আবেগে অধীর হয়ে পরছিলেন। কাদতে কাদতে বলতে থাকেন ----
" - কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, ৭ কোটি বাঙ্গালীরে হে বঙ্গজননী, রেখেছো বাঙ্গালী করে মানুষ করোনি। কবিগুরু মিথ্যা কথা বলেছিলেন, এই কথা আজ প্রমাণ হয়ে গেছে। আমার বাঙ্গালী আজ মানুষ।
- আমার ফাসির হুকুম হয়ে গেছে, আমার সেলের পাশে আমার জন্য কবর খোড়া হয়েছে। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম - " আমি বাঙ্গালী, আমি মানুষ, আমি মুসলমান : একবার মরে, দুইবার মরে না"। আমি বলেছিলাম, " আমার মৃত্যু এসে থাকে যদি, আমি হাসতে হাসতে যাবো কিন্তু আমার বাঙ্গালী জাতকে অপমান করে যাবো না। তোমাদের কাছে ক্ষমা চাইবো না। এবং, যাবার সময় বলে যাবো - জয়বাংলা, স্বাধীন বাংলা, বাঙ্গালী আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান"।
- আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে।
- আমি কারাগারে বন্দী ছিলাম, ফাসি কাষ্ঠে যাবার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু আমি জানতাম, আমার বাঙ্গালীকে কেউ দাবায়ে রাখতে পারবে না।
- আমি জানতাম না, আপনাদের মাঝে ফিরে আসতে পারবো। আমি খালি একটা কথা বলেছিলাম, " তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই কিন্তু মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙ্গালীর কাছে ফেরত দিয়ে দিও। এই একটা অনুরোধ তোমাদের আমি করলাম।"
- বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ স্বাধীন থাকবে, বাংলাদেশকে কেউ দাবাতে পারবে না।