একের পর এক আঘাত আসছে আপনাদের উপর কিন্তু আপনারা এমন নির্বিকার আচরণ করছেন যেন "এভরিথিং ইজ ওকে"! এই হীনমন্যতাই আপনাদের ধ্বংশ করছে এবং আরো করবে।
বলছিলাম, কোরবানির কথা !
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বিক্রয় ডট কম অনলাইন ক্রেতাদের জন্য নিয়ে এসেছে দেশের বিখ্যাত ‘মীর কাদিম’ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’ গরুর আকর্ষণীয় অফার। হয়ত বলছেন শালা "সাম্প্রদায়িক" এখানে কি এমন আছে খারাপ ?
আসলেই তো যে জাতি পাখি, কিরনমালা, সানি লিয়ন জামা গায়ে ঈদ করে সে জাতি "চেন্নাই এক্সপ্রেস" দিয়ে কোরবানী করতেই পারে! এতে দোষের কি আছে ? মুসলিমদের নৈতিকতা এমন পর্যায়েই চলে গিয়েছে এখন বলিউডি সিনেমার নামেও তারা "ইবাদত" করতে দোষ খুঁজে পায় না। পাবে না কিন্তু আমরা যারা সুক্ষ থেকে সুক্ষতর বিশ্লেষন করি তারা বুজবে একটা জাতিকে তার "ইবাদত" এর জায়গায় কি ঢুকিয়ে দেয়া হয়েছে। মগজ ধোলাই হতে হতে এখন এরা আর কোন কিছুতেই কিছুই খুঁজে পায় না।
সার্বিকভাবে এই বিষয়ে গভীর জ্ঞান ও প্রায়োগিক দক্ষতা সম্পূর্ণটাই আছে অমুসলিম দেশসমূহের হাতে। “অন্তর্দৃষ্টি-দূরদৃষ্টিহীন এবং একই সঙ্গে প্রজ্ঞাহীন মুসলমান নেতৃবৃন্দদেরকে মগজ ধোলাই সম্বন্ধে ভ্রান্ত ধারণা দেয়া যতখানি সহজ, এ বিষয়ে সঠিক উপলব্ধি ঘটানো ততখানিই কঠিন।” চরিত্র ধ্বংসের মাধ্যমে একটি জাতিকে যদি ধ্বংস করা যায় তবে যুদ্ধের কী প্রয়োজন? আর এই চরিত্র ধ্বংস প্রক্রিয়ার সর্বশেষ যে সংস্করণ তা হচ্ছে- ‘ব্যাটেল অফ মাইন্ড।’ যা আমাদের রাজনৈতিক নেতৃবন্দের চেতনা বহির্ভূত একটি ব্যাপার।
প্রসঙ্গে ফিরে আসি, এই "চেন্নাই এক্সপ্রেস" গরু নিয়ে এখন পর্যন্ত একটা প্রতিবাদ চোখে পড়ে নি আমার। এমন অনেক বিষয় আছে যা আমি অবলোকন করি কিন্তু সময়ের অভাবে অনেক কিছুই লিখতে পারি না।
যদি বলে এই নামে সমস্যা কি ? আমি বলব এই নাম ছাড়া আর কিছুই নেই? কেন বুঝতে পারছেন না রমজানের ঈদের মত পাখি, কিরনমালা পোশাকের আদলে এই নামকরন করা হয়েছে, একবার জনপ্রিয়তা পেয়ে গেলে এটা বন্ধ করা যাবে না।পেরেছেন আপনারা "পাখি"র সম্প্রচারন বন্ধ করতে ? যে পাখি/ কিরনমালার জন্য নাম না জানা অনেক মেয়ে আত্মাহুতি দিয়েছে ? প্রতিবাদ করতে হলে শুরু থেকেই করতে হয়, যখন ছোট বিষয় নিয়ে আপনি ছাড় দিবেন না তখন বড় কিছু করার সাহস কেউ পাবে না!