Pages

ঈদ ও পুজায় চিকিৎসকদের ছুটি হয়না!

হাসপাতাল ও ক্লিনিক সার্বক্ষণিক খোলা থাকে রোগীদের জন্য। ঈদে মুসলিম সহকর্মীদের ছুটির ব্যবস্থা করে দিয়ে হিন্দু ডা. ভাইয়েরা দায়িত্ব ভাগাভাগি করে নেন আর পুজায় হিন্দু সহকর্মীদের ছুটির ব্যবস্থা করে দিয়ে মুসলিম ডা. ভাইয়েরা দায়িত্ব ভাগাভাগি করে নেন।

এমনও দেখা গেছে একজন হিন্দু ডা. ভাই ঈদে টানা ৫ দিন দায়িত্ব পালন করেন আবার অপর দিকে পুজায় একজন মুসলিম ডা. ভাই টানা ৫ দিন দায়িত্ব পালন করেন। চিকিৎসক হিসেবে দায়িত্ব নেবার প্রথম দিন থেকেই এই বিষয়টা সকল চিকিৎসকের মাথায় ঢুকিয়ে দিয়ে সেন্সেটাইজড করে রাখা হয়। ক্যাডার সার্ভিসের কেবল স্বাস্থ্য ক্যাডারেই এই সুন্দর নিয়মটি প্রচলিত।

একমাত্র হাসপাতাল ও ক্লিনিক ছাড়া বাংলাদেশের সকল অফিস আদালতের কাজ ঈদ ও পুজো দুটোতেই সাময়িক বন্ধ থাকে। তারপর ও চিকিৎসকদের বিরুদ্ধে রোগী ও রোগীদের স্বজনদের অভিযোগের অন্ত নেই।

[আমি যদি কোনদিন স্বাস্থ্যমন্ত্রী হই তবে ঈদে, মুসলিম চিকিৎসক ভাইদের পাশাপাশি হিন্দু চিকিৎসক ভাইদেরও ঈদ বোনাস দিবো এবং পুজোয় হিন্দু চিকিৎসক ভাইদের পাশাপাশি মুসলিম চিকিৎসক ভাইদেরও পুজো বোনাস দিবো (অতিরিক্ত দায়িত্বের জন্য]

Consultant Psychiatrist
Government of the People's Republic of Bangladesh