আচ্ছা কাদেরিয়া বাহিনীর
বাঘা সিদ্দিকীর নাম শুনেছেন? অনেক
বড় একজন "রাজাকার" ছিল! সম্প্রতি তিনি
কি বলেছেন শুনুন,
কাদের সিদ্দিকী বাংলাদেশের
মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী
মনোহর পারিকার সাম্প্রতিক একটি বক্তব্যের কড়া
সমালোচনা করে বলেন, ভারতের
একজন মন্ত্রী সেদিন বলেছেন, বাংলাদেশ
স্বাধীন করে আওয়ামী লীগের
হাতে তুলে দিয়ে গেছেন। ঔদ্ধত্যের
একটা সীমা আছে।
‘ব্রিটিশ চলে যাওয়ার পর
ভারত যুদ্ধ করেছে পাকিস্তানের
সঙ্গে। কিন্তু
তাদের কোনো যুদ্ধে বিজয়ের
নিশানা নেই। তারা
বিজয়ী হয়নি। তাই
বলে কি পাকিস্তান জয়ী
হয়েছে? আমি বলব, পাকিস্তানও
জয়ী হয়নি, সিজ ফায়ার
হয়েছে। রেফারি
বাঁশি বাজিয়ে খেলা বন্ধ
করেছে।’
বীর উত্তম খেতাব
পাওয়া কাদের সিদ্দিকী বলেন,
‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ না হলে, আমাদের
রক্ত আমরা না ঢাললে
বাংলাদেশের স্বাধীনতার পর ভারতের যে
উন্নতি হয়েছে, আন্তর্জাতিকভাবে যে
সম্মান হয়েছে, তার ১০০
ভাগের ১০ ভাগও হতো
না। ভারত
যদি আগামী ১০০ বছর
আমাদের ১৬ কোটি বাঙালির
পা ধুয়ে ধুয়ে পানি
খায়, তবু ঋণ শোধ
হবে না।’ ‘ভারতের
আজকের এই অগ্রগতি-উন্নতির
চাবিকাঠি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। বাংলাদেশের
মুক্তিযুদ্ধ না হলে ভারতের
এ অবস্থান পৃথিবীর দরবারে হতো না। পাকিস্তান
না হলে আমরা বাংলাদেশ
হতাম না। ঠিক
তেমনি মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ
হতো না। আর
তা না হলে ভারতের
আজকে পৃথিবীর কাছে এত উন্নতি
দেখানোর কোনো সুযোগ হতো
না। সুত্রঃ(http://adfoc.us/16018360870676)।
গত কয়েকদিন আগে
ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার এই
বক্তব্য দেয়ার পর আমি
আশা করেছিলাম আমাদের সেক্টর কমান্ডারস
ফোরাম এর তীব্র প্রতিবাদ
করবে সেই সাথে মুক্তিযুদ্ধের
চেতনার সকল লোক এবং
সরকার! পোস্ট ও দিয়েছিলাম
এই বিষয়ে। সুত্রঃ
(http://adfoc.us/16018360871678)।
কিন্তু কাদের সিদ্দিকি
ছাড়া আর কারো প্রতিবাদ
দেখলাম না। তবে
বঙ্গবীরের কথায় আমার পোস্টের
লিখার মিল পেলাম।
অর্থাৎ ভারত হলো চোরের
গুস্টি, তাই চোরের (ভারত)
মার বড় গলা, আরো
খুঁজে দুধ কলা।
একজন "বীর প্রতীক" পাওয়া
মুক্তিযোদ্ধা যখন এই কথা
বলে তখন বুঝতে হবে
ভারতের সবই ছিল শুভঙ্করের
ফাঁকি। ভাবছিলাম
কাদের সিদ্দিকিকে যারা "রাজাকার" উপাধি দিয়েছিল সেই
সব "প্রকৃত মুক্তিযোদ্ধারা" কোথায়?
ধন্যবাদ বঙ্গবীর! ধন্যবাদ সবাইকে!
Bengal Tiger
বিঃদ্রঃ আমাদের পোষ্ট গুলো যদি আপনার ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আর ভাল পোষ্ট নিয়ে হাজির হব।