Pages

জেনে নিন মাথা ব্যথা নিয়ে রোগীদের মাথাব্যথার শেষ নাই।

মাথা ব্যথা নিয়ে রোগীদের মাথাব্যথার শেষ নাই। একটু মাথা ব্যথা হলেই রোগীরা ভাবেন এই বুঝি প্রেসার গেলো বেড়ে। চেম্বারে এসেই হাত বাড়িয়ে দেন, আগে প্রেসার মাপেন। মাথা ব্যথার শতাধিক কারন গুলোর মধ্যে "ব্লাড প্রেসার হঠাৎ বেড়ে যাওয়া" অনেক পরের দিকে। ব্লাড প্রেসার হাই হলে মাথা ব্যথা হয় তবে হাই ব্লাড প্রেসারের সবচেয়ে নটরিয়াস দিক হলো, এটা প্রায়ই সিমটম লেস থেকে আপনার চুড়ান্ত ক্ষতি টি করে (ব্রেইন স্ট্রোক) যদি না আপনি আপনার কাছের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধ বা লাইফ স্টাইল এর মাধ্যমে আপনার এই হাই ব্লাড প্রেসার টিকে কে কন্ট্রোল রাখেন।
তবে জরুরী কথা হলো হঠাৎ করে তীব্র মাথা ব্যথা মেডিকেলের ভাষায় যাকে বলে "থান্ডারকাল্প" যা অল্প সময়ে, অর্থাৎ উইথিন মিনিট থেকে সর্বোচ্চ পর্যায়ে চলে যায় এবং যা ঐ অবস্থাতেই কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হয়, তাহলে অবশ্যই অবশ্যই আপনি দেরী না একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। কারন থান্ডারকাল্প হয় সাধারণত ব্রেইনে রক্ত ক্ষরন (সাব এরাকনয়েড/ সাবডোরাল হেমারেজ, রাপচার ভেইন/আর্টারী/এনিউরিজম) বা ব্লক বা গুরুতর অন্য কোন কারন থেকে।
সুত্রঃ আমেরিকান হার্ট এসোসিয়েশন
এম বি বি এস ( ডি এম সি), এম ফিল (নিউরো -সাইকিয়াট্রি)
কনসালটেন্ট নিউরো -সাইকিয়াট্রিস্ট।
বিঃদ্রঃ আমাদের পোষ্ট গুলো যদি আপনার ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আর ভাল পোষ্ট নিয়ে হাজির হব।