প্রথমেই বলে রাখি, বাংলাভাষায় ‘ব্রিটিশ’
বলে একটা গালি আছে। ‘শালা তুই একটা ব্রিটিশ’ এর মানে- তুই একটা চালবাজ, ধূর্ত। আমি
এ স্ট্যাটাস লিখতে বসেছি, কারণ সম্প্রতি বাংলাদেশ-ইংল্যান্ড ২য় ক্রিকেট ম্যাচে ব্রিটেনের
অভদ্র আচরণের পর অনেকেই কমেন্ট করছে- আচ্ছা, ব্রিটিশদেরকে তো সবচেয়ে সভ্য জাতি হিসেবেই
জানতাম, তারা এমন আচারণ করলো কিভাবে?
যারা এ ধরনের অদ্ভূত কমেন্ট করেছেন, তাদের
জানার জন্য বলছি, ব্রিটেনের অপর নাম হচ্ছে ‘Pirate Empire’ বা জলদস্যুদের সম্রাজ্য।
ব্রিটেনের ম্যাপের দিকে তাকান, দেখবেন ইউরোপ থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ। এই ব্রিটেন
নামক দ্বীপটি হচ্ছে জলদস্যুদের স্বরর্গরাজ্য, যারা সমুদ্রে বণিকদের জাহাজগুলোকে লুটপাট
করে তাদের ভূমিতে জমা করতো।
আসলে আমার-আপনার কাছে জলদস্যুতা যেমন খারাপ
জিনিস, ব্রিটিশদের কাছে জলদস্যুতা তেমন ভালো জিনিস। যেমন- অস্ট্রেলিয়ার ন্যাশনাল ডে
হচ্ছে ঐদিন, যেদিন ইউরোপ থেকে দাগী আসামী ভর্তি জাহাজ অস্ট্রেলিয়া নামক দ্বীপে প্রথম
এসে পৌছেছিলো। আর বর্তমান অস্ট্রেলিয়ানরা হচ্ছে ঐ নির্বাসিত দাগী আসামীদের বংশধর। তাই
ঐ দিনটি অস্ট্রেলিয়া খুব জাকজমকভাবে পালন করে, এটা তাদের জন্য লজ্জাজনক নয়। ঠিক তেমনি
জলদস্যুতা ব্রিটিশ জাতির জন্য লজ্জাজনক নয়। বরং ব্রিটেনকে আজকে এই অবস্থায় আনার জন্য
ঐ সকল জলদস্যুদের লুটপাটের অবদান আছে। তাই বড় বড় জলদস্যুরা হচ্ছে তাদের জাতির বড় বীর
সন্তান।
যেমন- Sir Francis Drake (বৃটিশ রাজবাহীনির
নৌসেনাপতি), Sir Walter Raleigh (জামাইকার ডেপুটি গভর্নর, “নাইটহুড” উপাধিপ্রাপ্ত),
Sir John Hawkins, Sir Humphrey Gilbert and Sir Richard Grenville এরা প্রত্যেকেই
কুখ্যাত জলদস্যু।
মজার ব্যাপার হচ্ছে, আজ থেকে ১৪০০ বছর আগে
যেখানে মুসলমানরা ব্যবসা-বাণিজ্যকে বৈধ করেছিলো, সেখানে ব্রিটেন দেড়-দুইশ’ বছর কথিত
রয়েল ফ্যামিলির পক্ষ থেকেই রাষ্ট্রীয়ভাবে বৈধ (!) উপায়েই জলদস্যুতা করতো। মূলতঃ ব্রিটিশদের
কাজ ছিলো দুটো- এক- সমুদ্রে জলদস্যুতা করা, দুই-আফ্রিকা থেকে কালো মানুষদের এনে দাস
হিসেবে বিক্রি করা।
উল্লেখ্য আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক
যে ব্রিটিশ কোম্পানির নাম শুনি, যারা এ উপমহাদেশকে ২০০ বছর পরাধীন করা র জন্য দায়ি,
তারও পুরো নেতৃত্বই গঠন হয়েছিলো জলদস্যু বাহিনী দিয়ে।
আরো উল্লেখ্য, গত কয়েকবছর যাবত হলিউডে
‘Pirates of the Caribbean’ নামক একটি ধারাবাহিক সিনেমা বের হয়, যেখানে ব্রিটিশ জলদস্যুদের
জীবন কাহিনী পাবেন। (চলবে)
Bengal Tiger
বিঃদ্রঃ আমাদের পোষ্ট গুলো
যদি আপনার ভাল লাগে
তাহলে অবশ্যই কমেন্ট করে
জানাবেন। তাহলে
আর ভাল পোষ্ট নিয়ে
হাজির হব।