Pages

আমি হিন্দু ধর্মের বিরোধী নই-আমি হিন্দুত্ববাদের বিরুদ্ধে।

আর বাংলাদেশের হিন্দুরা সেই হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়। ইহুদী আর ইহুদীবাদ যেমন এক নয়, ঠিক তেমনি হিন্দু আর হিন্দুত্ববাদ এক নয়। ইহুদীবাদ মানেই মুসলমানদের অস্তিত্ব মিটিয়ে শুধু ইহুদীদের অস্তিত্ব প্রতিষ্ঠা করা, ঠিক তেমনি হিন্দুত্ববাদ মানেও মুসলমানদের অস্তিত্ব মিটিয়ে শুধু হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করা, চৈতণ্যের ভাষায়- 'নির্যবন করো আজি সকল ভুবন' (বিশ্বকে মুসলিম মুক্ত করো)

হিন্দুত্ববাদ বলতে যদি সকল হিন্দুর একত্র হওয়া বুঝায় তবেও বলতে হবে, সেই একত্র করাটা হবে মুসলমানদের বিরুদ্ধে। এটা কে্উ অস্বীকার করতে পারবে না- হিন্দু ধর্মে কোন মিল নেই। যেমন খ্রিস্টানদের মধ্যে অনেক বিভেদ আছে, কিন্তু সবাই যিশুকে মানে, ইহুদীদের মধ্যে অনেক বিভেদ আছে কিন্তু সবাই মোসেসকে মানে, বৌদ্ধদের মধ্যে অনেক বিভেদ আছে কিন্তু সবাই গৌতম বুদ্ধকে মানে, মুসলমানদের মধ্যে অনেক বিভেদ আছে কিন্তু সবাই সর্বশেষ নবীকে মানে। কিন্তু হিন্দুদের মধ্যে কোন মিল নাই। ওরা একের এলাকায় একের দেবতার পূজা করে, একেক এলাকায় একেক দিবস পালন করে।
হিন্দুদের মধ্যে এমন কোন ফিক্সড বিষয় (যেমন- মুসলমানদের ঈদ, কুরাবানী ইত্যাদি)নেই, তাহলে হিন্দুরা কি নিয়ে এক হবে ?? হ্যা হিন্দুদের এক হওয়ার বিষয় মাত্র একটা, সেটা হলো মুসলিম বিরোধীতা। হিন্দু নেতারা তাদের সদস্যের মধ্যে হিন্দুত্ব চেতনা জাগ্রত করতে, একত্র করতে শুধু মুসলিম বিদ্বেষীপনা ছড়িয়ে থাকে। কারণ এই একটি মাত্র যায়গায় হিন্দুরা একমত।

যাই হোক, এই পোস্টের মাধ্যমেই তো সবাই প্রমাণ পেলেন হিন্দুরা প্রকাশ্যে মুসলিম বিদ্বেষের ডাক দিচ্ছে, শত্রুতা পোষণ করতে বলছে। এরপরও যদি ভাবেন, আপনি হিন্দুদের সাথে গলায় গলা মিলিয়ে থাকবেন, তবে আর দুই বছরের মধ্যে এই হিন্দুদের দ্বারা আপনি নিজেই পশ্চাৎমারা খাবেন, তখন আমাকে দোষ দিতে পারবেন না কিন্তু।
Bengal Tiger
বিঃদ্রঃ আমাদের পোষ্ট গুলো যদি আপনার ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আর ভাল পোষ্ট নিয়ে হাজির হব