শুক্রবার সাকিব আল হাসানকে ইনানীর একটি হোটেলে নামিয়ে দিয়ে ফেরার পথে কক্সবাজারের উখিয়ার রেজু খালে বিধ্বস্ত হয় তাকে বহনকারী হেলিকপ্টার। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন হেলিকপ্টারের পাইলট ও ক্রুসহ চারজন।
অল্পের জন্য সতীর্থ প্রাণে বেঁচে ফেরায় সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ জানিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে স্টেটাস দিয়েছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
''সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ... যখন তোমার জন্য ১৭ কোটি মানুষের দোয়া থাকবে তখন এমনটি হবে... শুনে খুবই ভালো লাগছে যে সাকিব নিরাপদ এবং সুস্থ আছে। কিন্তু, যে ব্যক্তি তার জীবন হারিয়েছেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। চলুন তার বিদেহী আত্মার জন্য প্রার্থনা করি...''
উল্লেখ্য, বিধ্বস্ত হেলিকপ্টারটি একটি প্রাইভেট কম্পানির। এটি মেঘনা গ্রুপের মেঘনা এভিয়েশনের বলে নিশ্চিত হওয়া গেছে।
Helicopter crashes after dropping off Shakib
A helicopter that had just dropped off Bangladesh all-rounder Shakib Al Hasan and his wife Umme Ahmed Shishir in Cox's Bazar crashed during its return journey to Dhaka. Shakib said he was shocked to learn about the accident in which one person was killed and four injured.
The helicopter dropped Shakib and Shishir at around 9.30am at the Royal Tulip Sea Resort, some 27km south of Cox's Bazar town. They were going to shoot a commercial.
On its return flight around an hour later, the chopper crashed near Inani beach, some 1.5km north of where Shakib and Shishir had landed.
The deceased was identified as Shah Alam, a resident of Dhaka, and the injured were undergoing treatment at the local health complex. Wing Commander (retd) Shafiqul Islam, the pilot, was among the injured.
"I am fine, but feel rather shocked at the news of the chopper crash," Shakib said to newspapers. "But I can't really tell you anything about the crash. I was at shooting at the time."