বর্তমান বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ,
এই যুগে আপনি কল্পনাও
করতে পারবেন না’ যে
সারা পৃথীবির কাছে কত কত
পরমাণু অস্ত্র আছে।
যুদ্ধের কথা শুনলেই অনেকে
আনন্দ পায়। অন্য
দেশ ধংস হয়ে গেছে
আমার কি? যুদ্ধ যদি
বাঁধে এখন আমরা তো
দূরের কথা পৃথীবি ধ্বংস
হতে মাত্র কয়ে ঘন্টার
ব্যপার।
আমরা কিছু মানুষ
মনে মনে পাকিস্তান ও
ভারতের যুদ্ধ বাঁধার জন্য
উঠে পড়ে লেখেছি এবং
নখের উপর নখ ঠুকছি। আমাদের
কি জানা আছে, এই
যুদ্ধ কতদূর ক্ষতি হতে
পারে সারা দুনিয়ার মানুষের। শুধু
দুটি পরমাণু বোমা বিস্ফোরণ
হয়েছিল ১৯৪৫ সালের ৬
ও ৯ই আগস্ট।
তার ফলে জাপানের হিরোসিমা
ও নাহাসাকিটে এখনো মানুষ জন্ম
হচ্ছে পঙ্গু হয়ে।
একটু ভাবুনতো কত যুগ অতিবাহিত
হয়েছে, প্রায় ৭১ বছর। এরপরও
সেখানে আজও এই অবস্থা।
ধরুন আমাদের এশিয়ার
মধ্যে যাদের কাছে পরমাণু
বোমা আছে তারা তাদের
পরমাণু বোমা ব্যবহার করা
শুরু করলেন। তাতে
পুরো বিশ্ব ধ্বংস হয়ে
যাবে।
ভারত যদি পাকিস্তানের
উপর পরমাণু বোমা নিক্ষেপ
করে তাহলে পাকিস্তানও বোমা
নিক্ষেপ করবে। বর্তমানে
ভারতের কাছে পরমানু বোমা
আছে ১১০। পাকিস্তানের
কাছে রয়েছে ১০০-১২০টি। উভয়ে
এগুলো নিক্ষেপ করলে পুরো এশিয়া
ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে!
একটি পরমাণু নিক্ষেপ
হয়েছিল জাপানের হিরোশিমায়, তাতে ৭১ বছরেও
চোখের জল শুকায়নি আজও। এখনও
সোজা হয়ে দাঁড়াতে পারে
না জাপানের মানুষ। এটা
তো চুনোপুটির গল্প। এবার
আসুন শুনি রাঘব বোয়ালদের
কথা। যারা
দাবি করেন, আমরা হলাম
পৃথীবির কর্তা, তাদের মধ্যে
অন্যতম যুক্তরাষ্ট্র। তাদের
পরমাণু অস্ত্রসংখ্যা ৭ হাজার ৩০০টি। বর্তমানে
তাদের বড় শত্রু রাশিয়া। তারা
যদি রাশিয়ার উপর পারমানবিক বোমা
নিক্ষেপ করে, রাশিয়া কি
করবে জানেন? জানেন না,
তারা হলো পরমানু বোমার
সুপার পাওয়ারের অধিকারী। রাশিয়ার
কাছে পরমাণু অস্ত্র রয়েছে
৮ হাজার। তারাও
যুক্তরাষ্ট্রের উপর হামলা করবে। ফলে
বিশ্বে এর প্রভাব পড়ার
সম্ভাবনা রয়েছে।
এদিকে দক্ষিণ কোরিয়ার
উপর নিষেধাজ্ঞা দিয়েছে জাতিসংঘ।
তার পরেও তারা আজ
পরমাণু বোমায় পরিপূর্ণ এবং
তাদের আরেক মেরু উত্তর
কোরিয়া। তাদের
পরমাণু অস্ত্র ৮টি।
চীনে পরমাণু অস্ত্র রয়েছে
২৫০টি এবং ফ্রান্সে পরমাণু
অস্ত্র ৩০০টি ও ইংল্যান্ডে
পরমাণু অস্ত্র ২২৫টি।
বর্তমান বিশ্বে একটি দেশের
সঙ্গে অন্য একটি দেশর
দ্বন্দ্ব লেগেই আছে।
তারা সবাই একে অপরকে
সাহায্য করুক বা না
করুক যুদ্ধ শুরু হলেই
কিন্তু তারা এই ভয়ঙ্কর
পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। এদিকে
গোপনে ইরান পারমানবিক বোমা
বানাচ্ছে বলে ধারণা করছে
জাতিসংঘ। ইজরাইলের
কাছে আছে ৮০টি পরমাণু
বোমা। বিশ্বের
৯টি দেশে অন্তত ১৫,৮৫০টি পারমাণবিক বোমা
রয়েছে।
যারা ভারত-পাকিস্তানের
মধ্যে যুদ্ধ কামনা করেন। আপনারা
এটা কি জানেন।
ভারত পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানকে
সাপোর্ট দিবে চীন, রাশিয়া,
ইরান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও সৌদি আরব। ইতোমধ্যে
এই দেশগুলো পাকিস্তানকে সমর্থন দিয়েছে।
অন্যদিকে ভারতকে সাপোর্ট দিয়েছে
যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইজরাইল। তাহলে
এটা কি ভেবেছেন? এই
দেশগুলো ভারত পাকিস্তানকে সাপোর্ট
দিলে বিশ্বব্যাপী যুদ্ধের সম্ভাবনা রয়েছে। আর
এতে পৃথীবি ধ্বংস হয়ে
যেতে পারে?
নগাসাকিট ও হিরোশিমায় সেখানে
দুটি পরমাণু বোমায় ২
লাখ ৪২ হাজার ৪৩৭
এবং নাগাসাকিতে ১ লাখ ৩৭
হাজার ৩৩৯ মানুষ নিহত
হয়েছে। তাহলে
ভাবুন তো ১৫,৮৫০টি
পরমাণু বোমায় বিশ্বে কি
হতে পারে?
সূত্র: Bdexpress.uodoo.com