Pages

দানশীল থেকে হঠাৎ ভিলেন ড. সৈয়দ মকবুল হোসেন?

গোলাপগঞ্জ বিয়ানীবাজারের শত শত মসজিদ, মাদ্রাসা, স্কুল কলেজে রয়েছে সাবেক সাংসদ ড.সৈয়দ মকবুল হোসেনের অবদান। অসংখ সামাজিক ক্লাব আর রাস্তাঘাটে দিয়েছেন অনুদান। ট্যাম্পেকো ফয়েলস কোম্পানির নতুন বছরের ক্যালেন্ডার নিতে কাড়াকাড়ী পড়ে যেতো গোলাপগঞ্জ বিয়ানীবাজারে। মকবুল হোসেনের সাথে কেউ দেখা করতে গেলে করতেন সমাদর এমনকি আদর করে গাড়ী ভাড়াও দিতেন।
হায় আজ আমরা সব ভুলে গেছি। সেই উপকারী ব্যাক্তিটির হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হলো, প্রাণ গেলো ২৯ জন শ্রমিকের অতচ হাজারো মসজিদ -মাদ্রাসায় অনুদান থাকা সত্ত্বেও আমরা একটু দোয়া মাহফিল করাতো দূরে থাক অকৃতজ্ঞের মতো মকবুল হোসেনর শাস্তি দাবী করছি? আমরা আমাদের বিবেককে বিসর্জন দিয়ে একজন বিপদগ্রস্থ ব্যাক্তির সমালোচনায় মত্ত। নিহতদের জন্য শোক প্রকাশের নামে ফেসবুকে করে চলেছি মকবুল হোসেনের অসুস্থ্য সমালোচনা। আমরা ভুলে গেছি এটি একটি দূর্ঘটনা যার সাথে মকবুল হোসেনের কোন হাত নেই। আমরা ভুলে গেছি মকবুল হুসেন বলেই আমাদের গোলাপগঞ্জের অনেকের চাকরি জুটেছিলো অন্য কেউ হলে হতোনা। আমরা ভুলে গেছি মকবুল হোসেন যেকোন নির্বাচন আসলে অগ্রীম টাকা দিয়ে গোলাপগঞ্জর শ্রমিকদের ছুটি দিয়ে দিতেন নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের জন্য।

আমরা ভুলে গেছি মকবুল হোসেন কাউকে জোরপূর্বক ধরে নিয়ে চাকরিতে আটকে রাখেননি বরং জীবিকার প্রয়োজনে নিজেরাই চাকরি নিয়েছি। যার কাছ থেকে শুধু পেয়ে গেলাম আজ মুহুর্তেই তাকে বিচারের কাটগড়ায় নিয়ে তাঁর মুন্ডুপাত করছি আমরা। আমরা ভুলেগেছি ইচ্চাকৃত ও প্রাকৃতিক দূর্ঘটনার পার্থক্য। আজ গোলাপগঞ্জবাসীর কাছ থেকে সমবেদনা দোয়া পাওয়ার পরিবর্তে মকবুল হোসেন পাচ্ছেন ধিক্কার আর লাঞ্চনাকর মন্তব্য। আমাদের মানসিকতাকে কোথায় নিয়ে যাচ্ছি আমরা। এই স্বার্থপর সমাজের জন্য নিঃস্বার্থ দান করে যিনি আজ সংকটময় মুহুর্ত পার করছেন তাকে সৃষ্টিকর্তা ধৈর্য্য শক্তি প্রধান করুন এই কামনা করি পাশাপাশি আর্থিক ক্ষতি কাটিয়ে উঠার তৌফিক দান করুন। আসুন রাজনৈতিকভাবে বিচার না করে অন্তত গোলাপগঞ্জের মানুষ হিসেবে আমরা সমালোচনা না করে, দূর্ঘটানায় দায়ী না করে ড.সৈয়দ মকবুল হোসেনের জন্য একটু সমবেদনা জানাই।
আমাদের ভুলে গেলে চলবেনা সিলেটের অনেক শিল্পপতি আছেন কিন্তু নিজ গ্রামের মানুষের জন্য নিঃস্বার্থ দান আর কেউ করেনি। আর না পারি অন্তত লেখাটি শেয়ার করে সবাইকে বিষয়টা জানাই।

লেখকঃ
মাহবুবুর রহমান চৌধুরী।
সভাপতি, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি।
সাবেক সাধারন সম্পাদক, গোলাপগঞ্জ প্রেসক্লাব, সিলেট।