এই মুহুর্তে বিশ্বের
সবচেয়ে বড় বড় আর্মস
ইন্ডাস্ট্রি যেমন রকিড মার্টিন,
বোয়িং, রেইথন, নর্থপ (আমেরিকা),
বি এ ই ( যুক্তরাজ্য),
লিউনার্দো ( ইতালি), থেলস গ্রুপ (ফ্রান্স)
তাকিয়ে আছে পাকিস্তান ও
ভারতের দিকে।
কোনমতে যুদ্ধ বাধলেই
হয়। একদল
অস্ত্র বিক্রি করবে পাকিস্তানের
কাছে আরেক দল ভারতের
কাছে। বিশ্বে
অস্ত্রের ব্যবসা টা অত্যন্ত
জমজমাট। অস্ত্র
ব্যবসায়ী দেশ গুলো চায়
যুদ্ধ চলুক, এনি হাও। কারন
তাদের অর্থনীতি অস্ত্র ব্যবসা নির্ভরশীল। সুতরাং
যুদ্ধ বাধ্যতামমুলক। তবে
যুদ্ধের ক্ষেত্র যেনো কোনমতে তাদের
দেশ বা মহাদেশ না
হয়। কারন
তারা সভ্য দেশ বা
সভ্য জাতি। তারা
যুদ্ধ করেনা, তাদের যুদ্ধ
মানায় না! তারা যুদ্ধ
করায়। আর
যুদ্ধ ক্ষেত্রের জন্য উর্বর জাতি
বা দেশ মহাদেশ হলো
এশিয়া, আফ্রিকা।
এই মুহুর্তে অস্ত্র
বিক্রি করে অর্থনীতি সচল
রাখছে আমেরিকা, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, চায়না, বৃটেন, তুরস্ক,
সুইডেন অপর দিকে অস্ত্র
কেনায় এগিয়ে ভারত, সৌদিআরব,
আরব আমিরাত, ইরাক, দক্ষিন কোরিয়া,
ইন্দোনেশিয়া, পাকিস্তান।
এ অঞ্চলের বোদাই
রাম রহিম দের কোন
কাজ কাম নাই।
পেটে ভাত নাই কিন্তু
পিঠে এল এম জি
চাই। সীমান্ত
উত্তেজনা আর ধর্মীয় উন্মাদনা
কে ব্যবহার করে যুদ্ধ বাধিয়ে
মধ্যপ্রাচ্যের দেশ গুলোর হাতে
লালবাতি ধরিয়েছে এসব অস্ত্র ব্যবসায়ী
দেশ গুলো। এদের
টার্গেট এখন এই অঞ্চল। কোনমতে
একটা যুদ্ধ বাধলেই হলো। যুদ্ধ
কর, অস্ত্র কেনো, সাধারণ
মানুষ মেরে সাফ করো,
জনসংখ্যা কমাও। আর
জাতিসংঘ, সেতো রেফারি।
বিঃদ্রঃ আমাদের পোষ্ট
গুলো যদি আপনার ভাল
লাগে তাহলে অবশ্যই কমেন্ট
করে জানাবেন। তাহলে আর ভাল পোষ্ট নিয়ে হাজির হব।
Consultant Psychiatrist
Government of the People's Republic
of Bangladesh