একদিকে কাশ্মীরের উত্তপ্ত
পরিস্থিতি, অন্যদিকে এমত অবস্থায় কাশ্মীরে
ভারতীয় সেনা ঘাঁটিতে পাক
জঙ্গিদের হামলা৷ জাতিসংঘের সাধারণ
পরিষদে ভারত-পাকিস্তান উত্তপ্ত
বাক্য চালাচালি৷ সমগ্র বিশ্ব এখন
জানে কারণ যে কোনো
সময় দক্ষিণ এশিয়া এই
দুই আণবিক শক্তিধর দেশের
মধ্যে শুরু হতে পারে
এই পরমাণু যুদ্ধ৷ যদিও
বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের তুলনায়
ভারত পরমাণু অস্ত্রের ব্যবহারের
ক্ষেত্রে অনেক বেশি আস্থাশীল৷
দেখে নেয়া যাক
বিশ্বের এমনই ছ’জন
রাষ্ট্রনেতার বিবরণ, যাদের হাতে
পরমাণু অস্ত্র থাকা মানেই
বিশ্বের বিপদ!
কিম জং উন,
উত্তর কোরিয়া:
পরমাণু অস্ত্র ব্যবহারে
জাতিসংঘের নিষেধ থাকা সত্ত্বেও
একাধিকবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করে বিশ্ব রাজনীতিতে
ত্রাসে পরিণত হয়েছেন উত্তর
কোরিয়ার প্রেসিডেন্ট কিম৷ নিজের হাতে
নিজের আত্মীয়কে প্রাণে মারতেও হাত
কাঁপে না মানুষটির৷ বলা
হয় বিশ্বের সত্যিকারের নরক রয়েছে উত্তর
কোরিয়ায়৷
যেখানে সাধারণ মানুষের
নেই নিজের ইচ্ছা মতো
কাগজ পড়া, লেখা এমনকি
সিনেমা দেখার স্বাধীনতাও৷
রডরিগ ডিউতারতে, ফিলিপাইন:
যদিও ফিলিপাইনের কাছে
কোনো পরমাণু অস্ত্র নেই৷
তাও ভরসা করা যায়না
রডরিগের উপরে৷ কারণ জি২০
সামিটে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে
যেভাবে বাদানুবাদ হয়েছে তার এবার
দুদেশের মধ্যে যুদ্ধ লাগলে
পরমাণু অস্ত্রের ব্যবহার হবে বলেই মনে
করছে বিশেষজ্ঞরা৷
জেনারেল রাহিল শরিফ, পাকিস্তান:
বিশেষজ্ঞদের মতে ভারতের সঙ্গে
উত্তপ্ত পরিস্থিতিতে বর্তামান সমগ্র বিশ্ব প্রায়
পাকিস্তানের বিপক্ষে এমন পরিস্থিতিতে ভারতের
সঙ্গে পরমাণু যুদ্ধ শুরু
করতে পারে পাক সেনা
প্রধান জেনারেল রাহিল শরিফ৷ যদি
তা না হয় তবে
কোনো জঙ্গি সংগঠনকে পরমাণু
অস্ত্র বানানোর ফর্মুলা বিক্রিও করে দিতে পারে
পাকিস্তান৷ যেমন অতীতের লিবিয়া,
ইরাক ও উত্তর কোরিয়াকে
করেছিল৷
রিসেপ আর্দোগান, তুরস্ক:
তুরস্কে তৈরি হওয়া উত্তেজক
পরিস্থিতি অনেকেরই মতে রাষ্ট্রপতি রিসেপ
আর্দোগানের সাজানো ঘটনা৷ যদিও
তুরস্কের হাতে কোনো পরমাণু
বোমা নেই, তাও মনে
করা হয় এই একনায়ক
প্রেসিডেন্টের হাতে রাজ্যপাট দেয়া
ক্ষতিকারক৷
বাসার-আল-আসাদ,
সিরিয়া:
২০১১ সাল থেকে
যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া৷ একদিকে আসাদ বাহিনীর
সঙ্গে ক্রমাগত লড়াই চলছে ন্যাটো
বাহিনীর৷ অন্যদিকে দেশে বেড়ে উঠেছে
আইএস জঙ্গিদের উপদ্রব৷ সূত্রের খবর গত পাঁচ
বছরে প্রায় ১৫ হাজার
সাধারণ মানুষকে হত্যা করেছে আসাদের
বাহিনী৷ আর প্রতি ক্ষেত্রেই
রাসায়নিক অস্ত্রের ব্যবহার করেছে আসাদ৷
ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা:
ইনি হলেন আসন্ন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির একজন পদপ্রার্থী৷ সিরিয়া
নিয়ে রাশিয়া আর আমেরিকার মধ্যে
যে বাদানুবাদ আবার চরমে উঠেছে
এমন পরিস্থিতিতে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলে তার ফল
ভালো নাও হতে পারে
বলে আশঙ্কা বিশেষজ্ঞদের৷
সূত্র: Bdexpress.uodoo.com
বিঃদ্রঃ আমাদের পোষ্ট গুলো যদি আপনার ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আর ভাল পোষ্ট নিয়ে হাজির হব।